শ্রেয়সী

শ্রেয়সী স্ত্রী. শ্রেয়ান বিণ. (পুং.) 1 হিতকর; 2 শ্রেষ্ঠ; 3 প্রশস্ত, উত্তম।

শ্রোতৃমণ্ডল

শ্রোতৃবর্গ, শ্রোতৃমণ্ডল, শ্রোতৃমণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience.

শৈত্যপ্রবাহ

শৈত্যপ্রবাহ [ śaityaprabaha ] বি. শীতলতা। শীতভাব। শৈত্যপ্রবাহ একটি আবহাওয়া সংক্রান্ত শব্দগুচ্ছ যা দ্বারা কোনো স্থানের বায়ুর তাপমাত্রার নিম্নগামীতাকে নির্দেশ করে থাকে। ২৪ ঘন্টা সময়ের মধ্যে বাতাসের তাপমাত্রা দ্রুততার সাথে নেমে যাওয়াকেই শৈত্যপ্রবাহ বলা হয়। শৈত্য [ śaitya ] বি. ১. শীতলতা (শৈত্যপ্রবাহ); ২. শীতভাব। [সং. শীত + য]। শৈত্যাধিক্য বি. অত্যধিক শীতভাব।

শিশ্নাসূয়া

শিশ্নাসূয়া — পুরুষ-অসূয়া; পুরুষাঙ্গটিকে ঈর্ষা। [ফ্রয়েড]

শর্মিষ্ঠা

শর্মিষ্ঠা, শর্ম্মিষ্ঠা [শোরমিশ্‌টা] বি. যযাতির দ্বিতীয়া মহিষী। [সং. শর্মিন্‌+ইষ্ঠ (ইষ্ঠন্‌)+আ(টাপ্‌)]

শলা

শলা১ [ śalā ] সলা২ -এর বানানভেদ। শলা২ [ śalā ] বি. 1 সরু কাঠি বা শিক, শলাকা; 2 চিকিত্সার অস্ত্রবিশেষ; 3 কাঁটা। [সং. শলাকা]।

শাঁই

শাঁই১ [ śām̐i ] বি. শমীবৃক্ষ। [ সং. শমী ] শাঁই২ [ śām̐i ] বি. অব্য. ক্ষিপ্রতা বা দ্রুত বেগসূচক, বোঁ (তিরটা শাঁই করে ছুটে গেল)। [ধ্বন্যা]। শাঁই শাঁই অব্য. বি. ক্রি-বিণ. বায়ুপ্রবাহের প্রবল বেগসূচক।

শুকা

শুকা১ [ śukā ] ক্রি. শুখা-র রূপভেদ। শুকা২ [ śukā ] ক্রি. শুকানো। [সং. শুষ্ক + বাং. আ]। শুকানো, শুকোনো ক্রি. বি. 1 শুষ্ক করা বা হওয়া; 2 শীর্ণ হওয়া (ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে); 3 (ক্ষতাদি সম্পর্কে) আরোগ্য হওয়া (ঘা শুকানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।

শ্রোতৃমণ্ডলী

শ্রোতৃবর্গ, শ্রোতৃমণ্ডল, শ্রোতৃমণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience.