শক্কর

শক্কর [ śakkara ] বি. অপরিষ্কৃত চিনি। [< সং. শর্করা]।

শকুনি

শকুনি [ śakuni ] বি. ১. শকুনপাখি গৃধ্র; ২. (মহাভারতে) দুর্যোধনের কূটবুদ্ধি মাতুল; ৩. (আল.) কূটবুদ্ধি ব্যক্তি। [সং. √ শক্ + উনি]।

শখের থিয়েটার

শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শখশৌখিনতা

শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা।

শখ

শখ [ śakha ] বি. ১. আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); ২. পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); ৩. চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। শখশৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার।

শতরঞ্জ

শতরঞ্জ, শতরঞ্চ [ śata-rañja, śata-rañca ] বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।

শড়ানো

শড়ানো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।

শড়া

শড়া [ śaḍ়ā ] ক্রি. পচে যাওয়া, শটিত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শট্ + বাং. আ]। শড়ানো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।

শটপুট

শটপুট [ śaṭa-puṭa ] বি. ক্রীড়াপ্রতিযোগিতাদিতে ভারী লোহার বল দূরে নিক্ষেপ করা। [ইং. shotput]।

শটিত

শটিত বিণ. পচা, শড়া (‘শটিত জঞ্জালকণা কুড়ায়েছি এতকাল ধরে’: সু. দ.)।