লঙ্কা
লঙ্কা1 [ laṅkā ] বি. মসলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লঙ্কামরিচ। [দেশী] লঙ্কাবাটা–বি. জলের সহিত পিষ্ট লঙ্কা। লঙ্কা2 [ laṅkā ] বি. রামায়ণোক্ত দ্বীপবিশেষ, প্রচলিত মতে ঐতিহাসিক যুগে এর নাম ছিল সিংহল। [সং. √ রম্ + ক + আ]। লঙ্কাকাণ্ড বি. 1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়; 2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড; 3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি। লঙ্কাদহন বি. হনুমান কর্তৃক লঙ্কাপুরী পোড়ানো। লঙ্কাদাহী (-হিন্) বিণ. বি. লঙ্কাদাহকারী, হনুমান। লঙ্কাধিপতি, লঙ্কাপতি, লঙ্কেশ বি. রাবণ।
লেজ
লেজ–বি. লাঙ্গুর; পুচ্ছ। [সং. লঞ্জ]। লেজ গুটান — ক্রি. (কুকুরের মত পরাজয় স্বীকার করা, পশ্চাৎপদ হওয়া। লেজে খেলান — ক্রি. কাহারও সহিত ক্রমাগত চাতুরি করা। লেজকাটা (শিয়াল) — বি. যাহার সম্মান নষ্ট হইয়াছে; বেহায়া লোক। লেজঝোলা — ঝোলান লেজওয়ালা। লেজে-গোবরে [ lējē-gōbarē ] বিণ. (অক্ষমতার ফলে) সম্পূর্ণ বিপর্যস্ত বা পর্যুদস্ত।