লাজ

লাজ [ lāja ] বি. লজ্জার কোমল ও কথ্য রূপ (লাজ-লজ্জা)।

লাজ [ lāja ] বি. খই; ভাজা ধান।

[সং. √ লাজ্ + অ]।

লাজবর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো।

লাজাঞ্জলি বি.
1 মুঠো-ভরতি খই;
2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।