লঙ্কা

লঙ্কা1 [ laṅkā ] বি. মসলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লঙ্কামরিচ।

[দেশী]

লঙ্কাবাটা–বি. জলের সহিত পিষ্ট লঙ্কা।

লঙ্কা2 [ laṅkā ] বি. রামায়ণোক্ত দ্বীপবিশেষ, প্রচলিত মতে ঐতিহাসিক যুগে এর নাম ছিল সিংহল।

[সং. √ রম্ + ক + আ]।

লঙ্কাকাণ্ড বি.
1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়;
2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড;
3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি।

লঙ্কাদহন বি. হনুমান কর্তৃক লঙ্কাপুরী পোড়ানো।

লঙ্কাদাহী (-হিন্) বিণ. বি. লঙ্কাদাহকারী, হনুমান।

লঙ্কাধিপতি, লঙ্কাপতি, লঙ্কেশ বি. রাবণ।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।