লংজাম্প

লংজাম্প [ lañjāmpa ] বি. ছুটে এসে এক লাফে দুরত্ব অতিক্রম করার খেলাবিশেষ, দীর্ঘ লম্ফন। [ইং. long jump]।

লংক্লথ

লংক্লথ [ laṅklatha ] বি. খাপি সুতিকাপড়বিশেষ। [ইং. longcloth]।

লংকা

লংকা [ laṅkā ] বি. মশলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লংকামরিচ। [দেশি]। লংকাবাটা বি. জলের সংঙ্গে পিষ্ট লংকা।

লোমাবলি

রোমাবলি, লোমাবলি [ rōmābali, lōmābali ] বি. ১. রোমরাজি, রোমসমূহ; ২. নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমশ্রেণি। [সং. রোমন্ লোমন্ + আবলি]।

লোহার কার্তিক

লোহার কার্তিক, কেলে কার্তিক, নব কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুৎসিত লোক।

লাখ কথার এক কথা

লাখ কথার এক কথা–বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা।

ল১–বাংলা ভাষার অষ্টাবিংশ ব্যঞ্জন, দন্তমূলীয় পার্শ্বিক ল্ ধ্বনির বর্ণরূপ। ল২–বি. ১. আইন। ২. আইন পরীক্ষা বা ডিগ্রি (ল পাশ করেছে)। [ইং. law]।