লেহ্য

লেহনীয়, লেহ্য — বিণ. চাটিয়া খাইতে হয় এমন (‘–লেহ্যপেয়), লেহনযোগ্য।

লেহা

লেহ২ [ lēha ] লেহা বি. (কাব্যে) 1 স্নেহ; 2 ভালোবাসা, প্রণয় (‘স্বপনে রাখিব লেহা’: চণ্ডী; ‘মুখে মুখে শারীশুক লেহা বিস্তর’: স. দ.)। [সং. স্নেহ]।

লকেট

লকেট1 [ lakēṭa ] লকট-এর রূপভেদ। লকেট2 [ lakēṭa ] বি. প্রধানত কণ্ঠহারের সঙ্গে সংলগ্ন পদকবিশেষ, ধুকধুকি। [ইং. locket]।

লঙ্কা

লঙ্কা1 [ laṅkā ] বি. মসলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লঙ্কামরিচ। [দেশী] লঙ্কাবাটা–বি. জলের সহিত পিষ্ট লঙ্কা। লঙ্কা2 [ laṅkā ] বি. রামায়ণোক্ত দ্বীপবিশেষ, প্রচলিত মতে ঐতিহাসিক যুগে এর নাম ছিল সিংহল। [সং. √ রম্ + ক + আ]। লঙ্কাকাণ্ড বি. 1 রামায়ণের লঙ্কাধ্বংস অধ্যায়; 2 (আল.) ভীষণ ধ্বংসকাণ্ড; 3 তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি। লঙ্কাদহন বি. হনুমান কর্তৃক লঙ্কাপুরী পোড়ানো। লঙ্কাদাহী (-হিন্) বিণ. বি. লঙ্কাদাহকারী, হনুমান। লঙ্কাধিপতি, লঙ্কাপতি, লঙ্কেশ বি. রাবণ।

লা

লা1 [ lā ] লাক্ষা-র কথ্য রূপ। লা2 [ lā2 ] অব্য. স্ত্রীলোকদের ব্যবহৃত স্ত্রীলোকদের উদ্দেশে সম্বোধনের শব্দবিশেষ (কেন লা, এখানে যাবি না কেন?) [প্রাকৃ. হলা]। লা3 [ lā3 ] বি. (আঞ্চ. ও প্রা. কা.) নৌকা, নাও। [সং. নৌ]। লা4 [ lā4 ] অব্য. নঞর্থক উপসর্গবিশেষ (লাচার, লাখেরাজ = লা+ খিরাজ)। [আ. লা]।

লাজ

লাজ১ [ lāja ] বি. লজ্জার কোমল ও কথ্য রূপ (লাজ-লজ্জা)। লাজ২ [ lāja ] বি. খই; ভাজা ধান। [সং. √ লাজ্ + অ]। লাজবর্ষণ বি. শুভ অনুষ্ঠানে ইতস্তত খই ছড়ানো। লাজাঞ্জলি বি. 1 মুঠো-ভরতি খই; 2 খই-ভরতি অঞ্জলি বা মুঠি।

লালসা

লালসা, (গ্রা।) লালস২ [ lālasa ] বি. লোলুপতা, লিপ্সা, স্পৃহা; লোভ। [ সং. √লস্‌ (=ইচ্ছা, কান্তি) + যঙ্‌ লুক্‌ + অ (ভা) + আ ]।