রাস আলগা করা

রাস আলগা করা, রাস ঢিলা করা–(আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করিতে দেওয়া।

রাস টানা

রাস টানা ক্রি. লাগাম ধরিয়া টানা; (আল.) সংযত করা।

রাস

রাস১ [ rāsa ] বি. অশ্ববল্গা, লাগাম। [আ.] রাস আলগা করা, রাস ঢিলা করা–(আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করিতে দেওয়া। রাস টানা ক্রি. লাগাম ধরিয়া টানা; (আল.) সংযত করা। রাস২ [ rāsa ] বি. কার্তিকী পূর্ণিমায় গোপনারীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্যোত্সব। [সং. √ রস্ + অ]। রাসপূর্ণিমা বি. কার্তিকী পূর্ণিমা। রাসবিহারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। রাসমণ্ডপ, রাসমণ্ডল বি. রাধাকৃষ্ণের রাসনৃত্যের স্হান বা তদনুকরণে নির্মিত মণ্ডপ। রাসযাত্রা, রাসলীলা বি. রাস, রাস উত্সব।

রূপী

রূপী১ [ rūpī ] লালমুখ বানর বিশেষ। [সং. রূপ + বাং. ঈ] রূপী২ [ rūpī ] (-পিন্) বিণ. 1 মূর্তিধারী (নররূপী নারায়ণ); 2 বেশধারী (বহুরূপী)। [সং. √ রূপ্ + ইন্]। স্ত্রী. রূপিণী।

রেক

রেক১, রেখ১ [ rēka, rēkha ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ (১ রেক =৪ কুনিকা)। [দেশি]। রেক২, রেখ২ [ rēka, rēkha ] রেখা-র কথ্য ও কোমল রূপ।

রাঙ্গা মেঘ

রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।

রকবাজি

রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।

রকবাজ

রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত।  

রক

রক১ [ raka ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ। [আ. রক]। রক২ [ raka ] রোয়াক-এর কথ্যরূপ। রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত। রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।