রওয়া

রওয়া [ rōẏā ] ক্রি.
১. থাকা (মনে রয়ে গেল);
২. বাকি থাকা (পাওনা রয়েছে);
৩. বাস করা, অবস্হান করা (‘বসে রয় রাত-প্রভাতের পথের ধারে’: রবীন্দ্র);
৪. সবুর করা (রও, সে আগে আসুক);
৫. বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)।

[হি. রহ্না > রহা > রওয়া]।

রওয়ানো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো।

☐ উক্ত সব অর্থে।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।