রকবাজি

রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।

রকবাজ

রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত।  

রক

রক১ [ raka ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ। [আ. রক]। রক২ [ raka ] রোয়াক-এর কথ্যরূপ। রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত। রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।

রেক

রেক১, রেখ১ [ rēka, rēkha ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ (১ রেক =৪ কুনিকা)। [দেশি]। রেক২, রেখ২ [ rēka, rēkha ] রেখা-র কথ্য ও কোমল রূপ।

রাঙ্গা মেঘ

রাঙ্গা মেঘ, সিঁদুরে মেঘ বি. রক্তবর্ণ বা লাল মেঘ, যে মেঘ থেকে ঝড় হয়।

রঙ্কিণী

রঙ্কিণী [ raṅkiṇī ] বিণ. (স্ত্রী.) দরিদ্রা (‘রঙ্কিণী রাজার বেটি’: শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।

রসুন

রসুন১ [ rasuna ] , লসুন — বি. পিঁয়াজের ন্যায় আকারযুক্ত উগ্রগন্ধী ও শ্বেতবর্ণ কন্দবিশেষ। [সং.] রসুন২ [ rasuna ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]।

রাণ্ডি

রাণ্ডি [ rāṇḍi ] বি. বেশ্যা, রাঁড়, রাঁড়ী। [সং. রণ্ডা]।

রাস ঢিলা করা

রাস আলগা করা, রাস ঢিলা করা–(আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করিতে দেওয়া।

রাস আলগা করা

রাস আলগা করা, রাস ঢিলা করা–(আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করিতে দেওয়া।