র রওনা রওনা [ rōnā ] বি. ১. যাত্রা (ট্রেনে চড়ে রওনা দেওয়া, রওনার তারিখ); ২. পাঠানো (মাল রওনা করা)। ☐ বিণ. যাত্রার জন্য বেরিয়েছে এমন (রওনা হয়েছে)। [ফা. রওয়ানা]।
র রই রই [ ri ] বি. পুকুরের তলদেশে গভীর খাত। [দেশি]। রইকাঠ – পুকুর উত্সর্গকালে তার মাঝখানে পোঁতা বেলকাঠ।
র রগ রগ [ raga ] বি. ১. কপালের দুই পাশ; ২. কপালের দুই পাশের নাড়ি। [ফা. রগ্]। রগচটা বিণ. একটুতেই খুব রেগে ওঠে এমন, কোপনস্বভাব (রগচটা লোক)।
র রক্ষী রক্ষী [ rakṣī ] (-ক্ষিন্) বিণ. বি. ১. রক্ষক (দেহরক্ষী); ২. প্রহরী (দ্বাররক্ষী)। [সং. রক্ষ্ + ইন্]। স্ত্রী. রক্ষিণী।