র রক রক১ [ raka ] বি. রূপকথায় বর্ণিত বড়ো কাল্পনিক পাখিবিশেষ। [আ. রক]। রক২ [ raka ] রোয়াক-এর কথ্যরূপ। রকবাজ বিণ. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা দিয়া বৃথা সময় কাটাইতে অভ্যস্ত। রকবাজি বি. রোয়াকে বসিয়া (সচ. বাজে ও নোংরা) আড্ডা বা আড্ডা দেওয়ার অভ্যাস।
র রেক রেক১, রেখ১ [ rēka, rēkha ] বি. শস্যাদি মাপার জন্য বেতের তৈরি পাত্রবিশেষ (১ রেক =৪ কুনিকা)। [দেশি]। রেক২, রেখ২ [ rēka, rēkha ] রেখা-র কথ্য ও কোমল রূপ।
র রঙ্কিণী রঙ্কিণী [ raṅkiṇī ] বিণ. (স্ত্রী.) দরিদ্রা (‘রঙ্কিণী রাজার বেটি’: শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।
র রসুন রসুন১ [ rasuna ] , লসুন — বি. পিঁয়াজের ন্যায় আকারযুক্ত উগ্রগন্ধী ও শ্বেতবর্ণ কন্দবিশেষ। [সং.] রসুন২ [ rasuna ] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]।