মচ্ছব

মচ্ছব [ macchaba ] বি. মহোত্সব -এর বিকৃত কথ্য রূপ (বাড়িতে যেন মচ্ছব লেগে গেছে)।

মঙ্গোলয়েড

মঙ্গোলয়েড [ maṅgō-laẏēḍa ] বি. মঙ্গোলজাতির সাদৃশ্যবিশিষ্ট লোক। ☐ বিণ. মঙ্গোলজাতির মতো চেহারাবিশিষ্ট। [ইং Mongoloid]।

মঘা

মঘা [ maghā ] বি. অশুভ নক্ষত্রবিশেষ। [সং √ মঙ্ঘ্ + অ + আ]।

মগন

মগন [ magana ] বি. মগ্ন এর কোমল রূপ। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে – রবীন্দ্র।

মগজি

মগজি [ mag়ji ] বি. জামা ইত্যাদির দুমড়ে সেলাই করা প্রান্তভাগ। ফা. মগজী।

মগজ ধোলাই

মগজ ধোলাই বি ক্রমাগত যুক্তি তর্ক বা অনুরোধের দ্বারা কারও পূর্ব ধারনা ত্যাগ করে নতুন চিন্তা বা ধারণা গ্রহণ বা বিশ্বাস করতে বাধ্য করা, brain-washing.

মঞ্জিমা

মঞ্জিমা [ mañjimā ] (-মন্) বি. ১. শোভা, সৌন্দর্য; ২. মনোজ্ঞতা। [সং, মঞ্জু + ইমন্]।

মঞ্জরা

মঞ্জরা [ mañjarā ] ক্রি. (কাব্যে) মঞ্জরিত বা মুকুলিত হওয়া (‘অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া’: রবীন্দ্র)। [সং মঞ্জর + বাং. আ ]।

মঞ্জন

মঞ্জন [ mañjana ] বি. ১. মার্জন, মেজে পরিষ্কৃত করা (দন্তমঞ্জন); ২. মাজন, মেজে পরিষ্কার করার উপকরণ। [সং √ মঞ্জ্ + অন]।