মউড়

মউড় [ muḍ় ] বি. বিবাহের টৌপর বা শোলার মুকুট। [< সং মুকুট]।

মোট কথা

মোট কথা–বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই।

মাথার ঘায়ে কুকুর পাগল

মাথার ঘায়ে কুকুর পাগল–(প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা।

ম–বাংলা ভাষার পঞ্চবিংশ ব্যঞ্জনবর্ণ এবং নাসিকা ওষ্ঠ্য ম্ ধ্বনির বর্ণরূপ।

মওয়া

মওয়া [ mōẏā ] ক্রি. বি. মন্হন করা। [সং √ মথ্ + বাং. আ]।

মউসা

মউসা [ musā ] বি. মোসো। [< সং মাতৃস্বস্। তু. হি. মৌসা]।

মউনি

মউনি [ muni ] বি. মন্হনদণ্ড (ঘোল-মউনি) [সং মথনিকা]।

মক্তব

মক্তব [ maktaba ] বি. ইসলামি রীতির প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় বা পাঠশালা। ফা. মুক্তব্।

মক্কেল

মক্কেল [ makkēla ] বি. উকিলের সাহায্যপ্রার্থী ব্যাক্তি, যে ব্যক্তি উকিলের সাহায্য বা পরামর্শ গ্রহণ করে। আ. মুঅক্কল।

মকুব

মকুব [ makuba ] বি. মাফ, অব্যাহতি, রেহাই, নিষ্কৃতি জরিমানা মকুব করা, সেলামি মকুব করা। [আ. মৌকুফ।