মকুব

মকুব [ makuba ] বি. মাফ, অব্যাহতি, রেহাই, নিষ্কৃতি জরিমানা মকুব করা, সেলামি মকুব করা। [আ. মৌকুফ।

মকরন্দ

মকরন্দ [ makaranda ] বি. পুষ্পমধু (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.) [সং. মকর + √ দা + অ, ম্ আগম।

মকশো

মকশো [ makaśō ] বি. ১. অভ্যাস; ২. হস্তলিপি অঙ্কিত চিত্র ইত্যাদির উপর দাগা বুলিয়ে বা ক্রমাগত সেই আদর্শ অনুকরণ করে রপ্ত করার চেষ্টা। [আ. মস্ক]।

মকাই

মকাই [ makāi ] বি. শস্যবিশেষ, ভুট্টা। [হি. মকাই]

মকম্মল

মকম্মল [ makammala ] বিণ. সম্পূর্ণ, নিষ্পন্ন (কাজ মকম্মল হওয়া, মামলা মকম্মল হওয়া, ডিক্রি মকম্মল হওয়া)। [আ.]।

মকমক

মকমক [ maka-maka ] বি. ব্যাঙের ডাক বা ডাকের আওয়াজ। [দেশি, ধ্বন্যা.]।

মকবরা

মকবরা [ maka-barā ] বি. ১. সমাধি; ২. সমাধিস্তম্ভ। [আ. মক্বরা]।

মঘা

মঘা [ maghā ] বি. অশুভ নক্ষত্রবিশেষ। [সং √ মঙ্ঘ্ + অ + আ]।

মগন

মগন [ magana ] বি. মগ্ন এর কোমল রূপ। আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে – রবীন্দ্র।

মগজি

মগজি [ mag়ji ] বি. জামা ইত্যাদির দুমড়ে সেলাই করা প্রান্তভাগ। ফা. মগজী।