মওয়া

মওয়া [ mōẏā ] ক্রি. বি. মন্হন করা। [সং √ মথ্ + বাং. আ]।

মউসা

মউসা [ musā ] বি. মোসো। [< সং মাতৃস্বস্। তু. হি. মৌসা]।

মউনি

মউনি [ muni ] বি. মন্হনদণ্ড (ঘোল-মউনি) [সং মথনিকা]।

মউড়

মউড় [ muḍ় ] বি. বিবাহের টৌপর বা শোলার মুকুট। [< সং মুকুট]।

মোট কথা

মোট কথা–বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই।

মাথার ঘায়ে কুকুর পাগল

মাথার ঘায়ে কুকুর পাগল–(প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা।

ম–বাংলা ভাষার পঞ্চবিংশ ব্যঞ্জনবর্ণ এবং নাসিকা ওষ্ঠ্য ম্ ধ্বনির বর্ণরূপ।

মকম্মল

মকম্মল [ makammala ] বিণ. সম্পূর্ণ, নিষ্পন্ন (কাজ মকম্মল হওয়া, মামলা মকম্মল হওয়া, ডিক্রি মকম্মল হওয়া)। [আ.]।

মকমক

মকমক [ maka-maka ] বি. ব্যাঙের ডাক বা ডাকের আওয়াজ। [দেশি, ধ্বন্যা.]।

মকবরা

মকবরা [ maka-barā ] বি. ১. সমাধি; ২. সমাধিস্তম্ভ। [আ. মক্বরা]।