মকরন্দ

মকরন্দ [ makaranda ] বি. পুষ্পমধু (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.) [সং. মকর + √ দা + অ, ম্ আগম।

মকশো

মকশো [ makaśō ] বি. ১. অভ্যাস; ২. হস্তলিপি অঙ্কিত চিত্র ইত্যাদির উপর দাগা বুলিয়ে বা ক্রমাগত সেই আদর্শ অনুকরণ করে রপ্ত করার চেষ্টা। [আ. মস্ক]।

মকাই

মকাই [ makāi ] বি. শস্যবিশেষ, ভুট্টা। [হি. মকাই]

মকম্মল

মকম্মল [ makammala ] বিণ. সম্পূর্ণ, নিষ্পন্ন (কাজ মকম্মল হওয়া, মামলা মকম্মল হওয়া, ডিক্রি মকম্মল হওয়া)। [আ.]।

মকমক

মকমক [ maka-maka ] বি. ব্যাঙের ডাক বা ডাকের আওয়াজ। [দেশি, ধ্বন্যা.]।

মকবরা

মকবরা [ maka-barā ] বি. ১. সমাধি; ২. সমাধিস্তম্ভ। [আ. মক্বরা]।

মকদুর

মকদুর [ maka-dura ] বি. ক্ষমতা, শক্তিসামর্থ্য, মুরোদ। [আ. মক্রদ্]।

মগজ

মগজ [ mag়ja ] বি. ১. মস্তিষ্ক ২. বুদ্ধি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তক্ষুনি – সু. রা. ফা. মগজ ধোলাই বি ক্রমাগত যুক্তি তর্ক বা অনুরোধের দ্বারা কারও পূর্ব ধারনা ত্যাগ করে নতুন চিন্তা বা ধারণা গ্রহণ বা বিশ্বাস করতে বাধ্য করা, brain-washing.

মখমল

মখমল [ makha-mala ] বি. নরম মসৃণ ও মোটা কাপড়াবিশেষ, ভেলভেট। আ. মখ্মল্।

মখদম

মখদম [ makha-dama ] বি. মৌলবি, মুসলমান গুরুমশায় বা প্রাথমিক শিক্ষক। আ. মকদুম।