ম্লানতা

ম্লানতা, ম্লানত্ব, ম্লানি বি. ম্লান (‘সেই ম্লানতা ক্ষমা করো’: রবীন্দ্র)। ম্লান [ mlāna ] বিণ. 1 মলিন (ম্লান রূপ); 2 বিশীর্ণ (চেহারা ম্লান); 3 ক্ষীণ, নিস্প্রভ (ম্লান আলোক); 4 বিষণ্ণ (ম্লানমুখ); 5 ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল (ম্লানকণ্ঠে); 6 হ্রাসপ্রাপ্ত (গৌরব ম্লান হওয়া)। [সং. √ ম্লৈ + ত]।

ম্লান

ম্লান [ mlāna ] বিণ. 1 মলিন (ম্লান রূপ); 2 বিশীর্ণ (চেহারা ম্লান); 3 ক্ষীণ, নিস্প্রভ (ম্লান আলোক); 4 বিষণ্ণ (ম্লানমুখ); 5 ক্লান্ত, পরিশ্রান্ত, দুর্বল (ম্লানকণ্ঠে); 6 হ্রাসপ্রাপ্ত (গৌরব ম্লান হওয়া)। [সং. √ ম্লৈ + ত]। বি. ম্লানতা, ম্লানত্ব, ম্লানি (‘সেই ম্লানতা ক্ষমা করো’: রবীন্দ্র)। ম্লানায়মান বিণ. ম্লান হচ্ছে এমন। ম্লানিমা (-মন্) বি. ম্লানতা, ম্লান ভাব।

ম্যানেজার

ম্যানেজার [ myānējāra ] বি. পরিচালক, তত্বাবধানকারী কর্মচারী (সার্কাসের ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার)। [ইং. manager]। ম্যানেজারি বি. ম্যানেজারের পদ বা কাজ।

ম্যাদা

ম্যাদা [ myādā ] বিণ. 1 মাদির মতো; 2 নিস্তেজ; 3 অকর্মণ্য। [ফা. মাদহ্]। ম্যাদামারা বিণ. নির্জীব, নিস্তেজ; পৌরুষহীন। ম্যাদা মেরে যাওয়া ক্রি. বি. নির্জীব হওয়া; উত্সাহ উদ্দীপনা না থাকা।

ম্যাচ

ম্যাচ1 [ myāca1 ] বি. দুই দলের খেলার প্রতিদ্বন্দ্বিতা (ফাইনাল ম্যাচ, ম্যাচের দিনের ঘটনা)। [ইং. match]। ম্যাচ2 [ myāca2 ] বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]।