ভড়

ভড় [ bhaḍ় ] বি. ১. বাঙালি হিন্দুর পদবিবিশেষ; ২. প্রচুর ভার বহন করতে পারে এমন বড়ো নৌকাবিশেষ। [< ভার]।

ভট

ভট [ bhaṭa ] বি. ১. সৈনিক, যোদ্ধা; ২. প্রতিহারী; ৩. নীচজাতিবিশেষ। [সং. √ ভট্ + অ]।

ভট্টাচার্য

ভট্টাচার্য [ bhaṭṭācārya ] বি. ১. দর্শনশাত্রজ্ঞ; ২. বেদজ্ঞ ব্রাহ্মণের উপাধিবিশেষ; ৩. বাঙালি ব্রাহ্মণের পদবি। [সং. ভট্ট + আচার্য]।

ভট্ট

ভট্ট [ bhaṭṭa ] বি. ১. ভাট, স্তুতিপাঠক; ২. বেদজ্ঞ পণ্ডিতের উপাধিবিশেষ; ৩. দর্শনশাস্ত্রজ্ঞ; ৪. অধ্যাপক। [সং. √ ভট্ + ত]।

ভঞ্জা

ভঞ্জা [ bhañjā ] (কাব্যে) ক্রি. ভঞ্জন করা, ভাঙা; দূর করা, ঘুচানো (‘দাসীর কলঙ্কভঞ্জ’: মধু)। [সং. √ ভন্জ্ + বাং. আ]।

ভজকট

ভজকট [ bhaja-kaṭa ] বি. ব্যাঘাত, ঝামেলা, ঝঞ্ঝাট, ফ্যাসাদ (জমিজমার বিক্রি নিয়ে ভজকট বেধেছে)। ☐ বিণ. জটিল ও ঝঞ্ঝাটপূর্ণ (সে এক ভজকট ব্যাপার)। [দেশি]।

ভঙ্গিল

ভঙ্গিল [ bhaṅgila ] বিণ. ১. ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; ২. ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]।

ভগিনী

ভগিনী [ bhaginī ] বি. ১. বোন, সহোদরা; ২. বোনের তুল্য স্ত্রীলোক।

ভনা

ভনা [ bhanā ] ক্রি. (কাব্য) বলা (কাশীরাম দাস ভনে)। [সং. √ ভণ্ + বাং. আ]।

ভদ্রোচিত

ভদ্রোচিত [ bhadrōcita ] বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোককে মানায় এমন (ভদ্রোচিত ব্যবহার)। [সং. ভদ্র + উচিত]।