ভগবদ্ভক্ত

ভগবদ্ভক্ত [ bhaga-badbhakta ] বিণ. ভগবানের প্রতি ভক্তি আছে এমন, ঈশ্বরের প্রতি ভক্তিমান (ভগবদ্ভক্ত ধ্রুব)। [সং. ভগবত্ + ভক্ক্ত]। বি. ভগবদ্ভক্তি়।

ভগবদ্গীতা

ভগবদ্গীতা [ bhaga-bad-gītā ] বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]।

ভগন্দর

ভগন্দর [ bhagandara ] বি. মলদ্বারে নালি-ঘা, anal fistula. [সং. ভগ + √ দৃৃ + অ]।

ভক্কি

ভক্কি [ bhakki ] বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]।

ভক ভক

ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভক

ভক [ bhaka ] অব্য. ১. ধোঁয়া দুর্গন্ধ প্রভৃতির প্রচুর পরিমাণে বা হঠাত্ জোরে বেরোবার অব্যক্ত শব্দ (ভক করে একরাশ ধোঁয়া বেরোল); ২. সহসা বেগে বমি বেরোবার শব্দ। [ধ্বন্যা.]। ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভঁয়সা

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।

ভগিনী

ভগিনী [ bhaginī ] বি. ১. বোন, সহোদরা; ২. বোনের তুল্য স্ত্রীলোক।

ভদ্রসন

ভদ্রসন [ bhadrasana ] বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]।

ভদন্ত

ভদন্ত [ bhadanta ] বি. বৌদ্ধ সন্ন্যাসী সম্পর্কে প্রযোজ্য শ্রদ্ধাপূর্ণ বিশেষণ। ☐ বিণ. সম্মানিত; অভিজাত। [সং.]।