ভ ভ ভ১ [ bha ] বাংলা বর্ণমালার চতুর্বিংশতি ব্যঞ্জনবর্ণ, মহাপ্রাণ ঘোষ ওষ্ঠ্য ভ্ ধ্বনির বর্ণরূপ। ভ২ [ bha ] বি. ১. নক্ষত্র ২. গ্রহ। [সং. √ ভা + অ]। ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।
ভ ভঁইসা ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।
ভ ভজ্যমান ভজ্যমান [ bhajya-māna ] বিণ. ১. উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; ২. বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]।
ভ ভগবান ভগবান [ bhaga-bāna ] (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর। ☐ বিণ. ১. ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য – ছয়টি গুণসম্পন্ন; ২. পূজ্য, মান্য, শ্রদ্ধেয়। [সং. ভগ + বত্]। ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।