ভমণ্ডল

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভচক্র

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভগোল

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভারী গলা

ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি।

ভ১ [ bha ] বাংলা বর্ণমালার চতুর্বিংশতি ব্যঞ্জনবর্ণ, মহাপ্রাণ ঘোষ ওষ্ঠ্য ভ্ ধ্বনির বর্ণরূপ। ভ২ [ bha ] বি. ১. নক্ষত্র ২. গ্রহ। [সং. √ ভা + অ]। ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভঁইসা

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।

ভজ্যমান

ভজ্যমান [ bhajya-māna ] বিণ. ১. উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; ২. বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]।

ভগবতী

ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।

ভগবান

ভগবান [ bhaga-bāna ] (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর। ☐ বিণ. ১. ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য – ছয়টি গুণসম্পন্ন; ২. পূজ্য, মান্য, শ্রদ্ধেয়। [সং. ভগ + বত্]। ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।