ভঁইসা

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।

ভজ্যমান

ভজ্যমান [ bhajya-māna ] বিণ. ১. উপাসিত হচ্ছে এমন, সেব্যমান; ২. বিভাজিত বা বিভক্ত হচ্ছে এমন। [সং. ভজ্ + শানচ্]।

ভমণ্ডল

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভচক্র

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভগোল

ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভারী গলা

ভারী গলা বি. গম্ভীর স্বর। গলা টিপলে দুধ বেরয় নিতান্ত শিশু বা অজ্ঞ সম্পর্কে উক্তি।

ভ১ [ bha ] বাংলা বর্ণমালার চতুর্বিংশতি ব্যঞ্জনবর্ণ, মহাপ্রাণ ঘোষ ওষ্ঠ্য ভ্ ধ্বনির বর্ণরূপ। ভ২ [ bha ] বি. ১. নক্ষত্র ২. গ্রহ। [সং. √ ভা + অ]। ভগোল, ভচক্র, ভমণ্ডল বি. (জ্যোতি.) রাশিচক্র।

ভক ভক

ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভক

ভক [ bhaka ] অব্য. ১. ধোঁয়া দুর্গন্ধ প্রভৃতির প্রচুর পরিমাণে বা হঠাত্ জোরে বেরোবার অব্যক্ত শব্দ (ভক করে একরাশ ধোঁয়া বেরোল); ২. সহসা বেগে বমি বেরোবার শব্দ। [ধ্বন্যা.]। ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভঁয়সা

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।