ভক্কি

ভক্কি [ bhakki ] বি. (অশি.) ধোঁকা; ভাঁওতা (ভক্কি দিয়ে টাকা নিয়ে গেল)। [দেশি]।

ভক ভক

ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভক

ভক [ bhaka ] অব্য. ১. ধোঁয়া দুর্গন্ধ প্রভৃতির প্রচুর পরিমাণে বা হঠাত্ জোরে বেরোবার অব্যক্ত শব্দ (ভক করে একরাশ ধোঁয়া বেরোল); ২. সহসা বেগে বমি বেরোবার শব্দ। [ধ্বন্যা.]। ভক ভক অব্য. ধোঁয়া বা বমি বা দুর্গন্ধ জোরে ক্রমাগত বেরোবার শব্দ।

ভঁয়সা

ভঁইসা, ভঁয়সা [ bham̐isā, bham̐ẏasā ] বিণ. ১. মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); ২. মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস < সং. মহিষ]।

ভগবতী

ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।

ভগবান

ভগবান [ bhaga-bāna ] (-বত্) বি. পরমেশ্বর, ঈশ্বর। ☐ বিণ. ১. ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য – ছয়টি গুণসম্পন্ন; ২. পূজ্য, মান্য, শ্রদ্ধেয়। [সং. ভগ + বত্]। ভগবতী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ☐ বিণ. ঐশ্বর্যাদি ছয় গুণসম্পন্না; পূজ্যা।

ভদ্রসন

ভদ্রসন [ bhadrasana ] বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]।

ভদন্ত

ভদন্ত [ bhadanta ] বি. বৌদ্ধ সন্ন্যাসী সম্পর্কে প্রযোজ্য শ্রদ্ধাপূর্ণ বিশেষণ। ☐ বিণ. সম্মানিত; অভিজাত। [সং.]।

ভণিতা

ভণিতা [ bhaṇitā ] বি. ১. কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; ২. (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]।