নটিয়া

নটিয়া, নটে [ naṭiẏā, naṭē ] বি. ছোট পাতাযুক্ত সুপরিচিত শাকবিশেষ। [দেশি]।

নটিনী

নটিনী [ naṭinī ] বি. (স্ত্রী.) ১. নর্তকী; ২. বাইজি; ৩. বারাঙ্গনা; গণিকা। [বাং. < সং. নটী-তু. হি. নটনী]।

নজরুলগীতি

নজরুলগীতি [ najarula-gīti ] বি. কাজি নজরুল ইসলামের রচিত গান।

নন্দিত

নন্দিত [ nandita ] বিণ. ১. আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; ২. যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা।

নন্দনতত্ত্ব

নন্দনতত্ত্ব [ nandana-tattba ] বি. সৌন্দর্যবিষয়ক বিশেষ জ্ঞান বা বিদ্যা, কান্তিবিদ্যা, aesthetics. [সং. নন্দন (যা আনন্দ দেয়) + তত্ত্ব]।

নমস্কর্তা

নমস্কর্তা [ namaskartā ] (-র্তৃ) বি. নমস্কারকারী। [সং. নমস্ + √ কৃ + তৃ]।

নভোনীল

নভোনীল [ nabhō-nīla ] বি. আকাশের নীল রং বা নীলিমা; আশমানি রং। ☐ বিণ. আশমানি রংবিশিষ্ট (নভোনীল শাড়ি)। [সং. নভঃ + নীল]।

নবোদ্যম

নবোদ্যম [ nabōdyama ] বি. ১. নতুন উদ্যম বা প্রচেষ্টা (নবোদ্যমে কাজ আরম্ভ করা); ২. প্রথম উদ্যম বা উদ্যোগ বা প্রচেষ্টা। [সং. নব + উদ্যম]।

নবোদিত

নবোদিত [ nabōdita ] বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)। [সং. নব + উদিত]।

নবোদয়

নবোদয় [ nabōdaẏa ] বি. সদ্য উদয়; নতুন আবির্ভাব বা প্রকাশ। [সং. নব + উদয়]।