নবোদিত

নবোদিত [ nabōdita ] বিণ. সদ্য উদিত বা প্রকাশিত হয়েছে এমন, সদ্য আবির্ভূত (নবোদিত সূর্য, নবোদিত চেতনা)। [সং. নব + উদিত]।

নবোদয়

নবোদয় [ nabōdaẏa ] বি. সদ্য উদয়; নতুন আবির্ভাব বা প্রকাশ। [সং. নব + উদয়]।

নবমী

নবমী বিণ. (স্ত্রী.) নবম -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) তিথিবিশেষ।

নবম

নবম [ nabama ] বিণ. ৯ সংখ্যক। [সং. নবন্ + ম]। নবমী বিণ. (স্ত্রী.) নবম -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) তিথিবিশেষ।

নবাঙ্কুর

নবাঙ্কুর [ nabāṅkura ] বি. সদ্য-গজানো অঙ্কুর। [সং. নব + অঙ্কুর]।

নবাগত

নবাগত [ nabāgata ] বিণ. ১. সদ্য এসেছে এমন (নবাগত অতিথি); ২. নবজাতক, সদ্য জন্মেছে এমন। [সং. নব + আগত]।

নবাংশ

নবাংশ [ nabāṃśa ] বি. (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ লগ্নের প্রত্যেকের নয় ভাগের এক এক ভাগ। [সং. নব + অংশ]।

নন্দ্য

নন্দ্য [ nandya ] বিণ. আনন্দের যোগ্য। [সং. √ নন্দ্ + য]।

নন্দোত্সব

নন্দোত্সব [ nandōt-saba ] বি. শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষ্যে আনোন্দোত্সব। [সং. নন্দ (আনন্দ) + উত্সব]।

নমিত

নমিত [ namita ] বিণ. ১. প্রণমিত; ২. নোয়ানো হয়েছে এমন, আনত; ৩. নম্র করা হয়েছে এমন; ৪. দমিত। [সং. √ নম্ + ণিচ্ + ত]।