নতোন্নত

নতোন্নত [ natōnnata ] বিণ. উঁচুনিচু, এবড়োখেবড়ো। [সং. নত + উন্নত]।

নতোদর

নতোদর [ natōdara ] বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]।

নতুবা

নতুবা [ natubā ] অব্য. নচেত্, নইলে, অন্যথায়। [সং. ন + তু + বা]।

নড়েভোলা

নড়েভোলা [ naḍ়ē-bhōlā ] বি. বিণ. হাবাগোবা বা বোকা লোক। [তু. নেলাভোলা]।

নড়চড়

নড়চড় [ naḍcaḍ ] বি. ১. ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); ২. চঞ্চলতা। [বাং. নড়া২. + চলা > চড়া (সহচর শব্দ)]।

নটে

নটিয়া, নটে [ naṭiẏā, naṭē ] বি. ছোট পাতাযুক্ত সুপরিচিত শাকবিশেষ। [দেশি]।

নটিয়া

নটিয়া, নটে [ naṭiẏā, naṭē ] বি. ছোট পাতাযুক্ত সুপরিচিত শাকবিশেষ। [দেশি]।

নটিনী

নটিনী [ naṭinī ] বি. (স্ত্রী.) ১. নর্তকী; ২. বাইজি; ৩. বারাঙ্গনা; গণিকা। [বাং. < সং. নটী-তু. হি. নটনী]।

নজরুলগীতি

নজরুলগীতি [ najarula-gīti ] বি. কাজি নজরুল ইসলামের রচিত গান।

নন্দিত

নন্দিত [ nandita ] বিণ. ১. আনন্দিত, আহ্লাদিত। [সং. √ নন্দ্ + ত]; ২. যাকে আনন্দ দেওয়া হয়েছে, তোষিত। [সং. √ নন্দ্ + ণিচ্ + ত]। বিণ. স্ত্রী. নন্দিতা।