নকুলে

নকুলে [ nakulē ] বিণ. ১. নকল করে এমন, নকল করাই যার কাজ এমন, নকলনবিশ; ২. রঙ্গরস করার জন্য অন্যের কথা ঢং প্রভৃতি নকল করে এমন, নকল করে আমোদ করে এমন। [বাং. নকল + ইয়া > এ]।

নকুল

নকুল [ nakula ] বি. ১. নেউল, বেজি; ২. শিব; ৩. চতুর্থ পাণ্ডব। [সং. ন + কুল (সমাসান্ত)]। নকুলেশ্বর বি. ১. ভৈরববিশেষ; ২. মহাদেব।

নকিবদার

নকিবদার [ nakiba-dāra ] বি. ১. পাহারাওয়ালা; ২. রাত্রে যে পাহারা দেয় এবং উচ্চকণ্ঠে প্রহর ইত্যাদি ঘোষণা করে। [আ. নকীব্ + ফা. দার]।

নকাশি

নকাশি [ nakāśi ] বি. ১. চিত্রণ; ২. ধাতুপাত্রাদিতে চিত্রণ বা খোদাইয়ের কাজ বা কারুকার্য। [ফা. নক্কাশী]।

নকড়াছকড়া

নকড়াছকড়া [ nakaḍāchakaḍ়ā ] বি. অবহেলা, তাচ্ছিল্য (তাকে এভাবে নকড়াছকড়া করা উচিত হয়নি)। [বাং. নয় কড়া + ছয় কড়া]।

নওল

নওল [ nōla ] বিণ. (ব্রজ.) নবন (নওলকিশোর)। [সং. নব > নও + ল (স্বার্থে)]।

নওরোজ

নওরোজ [ nō-rōja ] বি. পারসিক মতে বছরের প্রথম দিন, পারস্যের নববর্ষ। [ফা. নওরোজ]।

নওজোয়ান

নওজোয়ান [ nō-jōẏāna ] বি. বিণ. ১. তরুণ সৈনিক; ২. যুবকবীর; ৩. নবযুবক (‘চলবে নওজোয়ান’: নজরুল)। [হি. নও < ফা. নও + ফা. জওয়ান্]।

নও

নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।