নাদা পেট

নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।

নালি

পয়নালা, নালি বি. জলনিকাশের পথ, নর্দমা।

ন্যায়ত

ন্যায়ত, ন্যায়তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে।

ন্যায়বান

ন্যায়নিষ্ঠ, ন্যায়পর, ন্যায়পরায়ণ, ন্যায়বান (-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক।

ন্যায়িক

ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)।

ন্যায়

ন্যায় [ nyāẏa ] বি. 1 যুক্তি, নীতি, সুবিচার, সততা (ন্যায়সম্মত, ন্যায়বিচার, ন্যায়নিষ্ঠ); 2 তর্কশাস্ত্র, গৌতমপ্রণীত দর্শনশাস্ত্র; 3 যুক্তির দৃষ্টান্ত (কাকতালীয় ন্যায়, অন্ধহস্তিদর্শন ন্যায়)। ☐ (বাং.) অব্য. তুল্য, সদৃশ, মতো (পিতার ন্যায় পূজনীয়, বালকের ন্যায় আচরণ)। [সং. নি + √ ই + অ]। ন্যায়কর্তা (-র্তৃ) বিচারক; ন্যায়শাস্ত্রপ্রণেতা। ন্যায়ত, ন্যায়তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ধর্মত, সুবিচার অনুসারে। ন্যায়নিষ্ঠ, ন্যায়পর, ন্যায়পরায়ণ, ন্যায়বান(-বত্) বিণ. ন্যায় বা বিধি মেনে চলে এমন; ধার্মিক। ন্যায়নিষ্ঠা, ন্যায়পরতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা। ন্যায়পথ, ন্যায়মার্গ বি. সত্য বা ধর্মসংগত পথ। ন্যায়বুদ্ধি বি. বিচারবুদ্ধি; বিবেক। ন্যায়শাস্ত্র বি. তর্কশাস্ত্র। ন্যায়সংগত, ন্যায়সম্মত বিণ. যুক্তিযুক্ত, ন্যায্য। ন্যায়াধীশ বি. বিচারপতি। ন্যায়াধিকরণ, ন্যায়ালয় বি. বিচারালয়, আদালত। ন্যায়িক বিণ. বিচারসংক্রান্ত, judicial (স. প.)।

ন্যাংচানো

ন্যাংচা, ন্যাংচানো [ nyāñcā nyāñcānō ] যথাক্রমে নেংচা ও নেংচানো -র বানানভেদ।

ন্যাংচা

ন্যাংচা, ন্যাংচানো [ nyāñcā nyāñcānō ] যথাক্রমে নেংচা ও নেংচানো -র বানানভেদ।