দ দ্রোণ দ্রোণ [ drōṇa ] বি. 1 কুরুপাণ্ডবের অস্ত্রগুরুর নাম, দ্রোণাচার্য; 2 শস্যাদির পরিমাণবিশেষ; 3 শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 4 দাঁড়কাক; 5 ফুলবিশেষ বা তার গাছ, দণ্ডকলস। [সং. √দ্রু + ন]। দ্রোণকাক বি. দাঁড়কাক। দ্রোণপুষ্প বি. দণ্ডকলস ফুল।