দ্রাঘিমারেখা

দ্রাঘিমারেখা বি. দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বোঝাবার কল্পিত রেখা।

দ্রোণ

দ্রোণ [ drōṇa ] বি. 1 কুরুপাণ্ডবের অস্ত্রগুরুর নাম, দ্রোণাচার্য; 2 শস্যাদির পরিমাণবিশেষ; 3 শস্যাদি পরিমাপের পাত্রবিশেষ; 4 দাঁড়কাক; 5 ফুলবিশেষ বা তার গাছ, দণ্ডকলস। [সং. √দ্রু + ন]। দ্রোণকাক বি. দাঁড়কাক। দ্রোণপুষ্প বি. দণ্ডকলস ফুল।

দ্রুতবেগে

দ্রুতবেগে ক্রি-বিণ. অত্যন্ত দ্রুততার সঙ্গে; সত্বর, বেগে।

দ্রুতপদে

দ্রুতপদে ক্রি-বিণ. 1 অত্যন্ত তাড়াতাড়ি হেঁটে; 2 ক্ষিপ্রতার সঙ্গে, সত্বর।

দ্রুতগতি

দ্রুতগতি বিণ. ক্ষিপ্রতাসম্পন্ন; দ্রুত গতিবিশিষ্ট (দ্রুতগতি গাড়ি)।

দ্রবিণ

দ্রবিণ [ drabiṇa ] বি. 1 স্বর্ণ; 2 ধন, সম্পদ। [সং. √ দ্রু + ইন]।