দংশানো

দংশানো ক্রি. বি. দংশন করা। ☐ বিণ. উক্ত অর্থে।

দংশল

দংশল [ daṃśala ] ক্রি. (ব্রজ.) দংশন করল, কামড় দিল। [সং. √ দন্শ্]।

দউ

দউ [ du ] বিণ. (ব্রজ.) দুই, উভয় (‘নয়ন-নলিনী দউ’: বিদ্যা.)। [সং. দ্বৌ]।

দংশিত

দংশিত [ daṃśita ] বিণ. দংশন করা বা ছোবল মারা হয়েছে এমন, দষ্ট। [সং. √ দন্শ্ + ণিচ্ + ত]।

দই

দই [ di ] বি. দধি, দুধের বিকারবিশেষ, দুধ থেকে প্রস্তুত খাদ্যবিশেষ। [সং. দধি]। দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা। দইবড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ।

দইবড়া

দইবড়া বি. দইসহযোগে খেতে হয় এমন বড়া, দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ।

দই পাতা

দই পাতা ক্রি. বি. দই তৈরি করার জন্য দুধে দম্বল বা সাজা দিয়ে পাত্রে রাখা।

দাল

ডাল১, ডাইল, দাল [ ḍāla, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]।

দুষ্টক্ষুধা

দুষ্টক্ষুধা–বি. রোগ বা লোভজনিত ভোজনলালসা;  পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ।