দ১–বাংলা বর্ণমালার অষ্টাদশ ব্যঞ্জনবর্ণ, ত বর্গের তৃতীয় বর্ণ, দন্ত্য দ্-ধ্বনির দ্যোতক বর্ণ।  হাড়গোড় ভাঙ্গা দ–মাথাবুক হাঁটুর মধ্যে ঢুকিয়ে (দ-অক্ষরের মতো) বসে থাকতে হয় এমন অবস্থা। দ২–বি. দহ, জলাভূমি, গর্ত (‘পেটে পড়ল দ’: দ্বি.রা)। [দহ দ্র]। দয়ে মজানো ক্রি. বি.  ১. নদীগর্ভের গর্তে ডুবানো। ২. (আল.) বিপদে ফেলা, সর্বনাশ করা। -দ–বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)। [সং. √ দা + অ]। স্ত্রী. দা (সুখদা, মানদা)।

দংষ্ট্র

দংষ্ট্র [ daṃṣṭra ] বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]।

দক্ষিণাবর্ত

দক্ষিণাবর্ত [ dakṣiṇābarta ] বিণ. ১. দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ); ২. দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট। ☐ বি. দক্ষিণাপথ। [সং. দক্ষিণ + আবর্ত]।

দক্ষিণাপথ

দক্ষিণাপথ [ dakṣiṇā-patha ] বি. বিন্ধ্যপর্বতের দক্ষিণ দিকে অবস্হিত ভারতবর্ষের অংশ, দাক্ষিণাত্য। [সং. দক্ষিণা + পথ]।

দক্ষিণান্ত

দক্ষিণান্ত [ dakṣiṇānta ] বি. পুরোহিতকে দক্ষিণা দানপূর্বক পূজাদি অনুষ্ঠানের সমাপ্তি (‘বিদায় দিলাম তারে যথোচিত দক্ষিণান্ত ক’রে: সু.দ.) [সং. দক্ষিণ + অন্ত]

দক্ষিণাচার

দক্ষিণাচার [ dakṣiṇācāra ] বি. তান্ত্রিক আচারবিশেষ। [সং. দক্ষিণ + আচার]। দক্ষিণাচারী (-রিন্) বিণ. দক্ষিণাচার পালনকারী।

দক্ষিণাচল

দক্ষিণাচল [ dakṣiṇācala ] বি. পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্হিত পর্বত, মলয়গিরি। [সং. দক্ষিণ + অচল (পর্বত)]।

দক্ষিণ রায়

দক্ষিণ রায় [ dakṣiṇa-rāẏa ] বি. মঙ্গলকাব্যে বর্ণিত সুন্দরবনের বনদেবতা বা ব্যাঘ্রদেবতা।

দকে পড়া

দকে পড়া ক্রি. বি. (আল.) ভীষণ বিপদে প়ড়া।