দংষ্ট্রী

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রাল

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রা

দংষ্ট্রা [ daṃṣṭrā ] বি. ১. বড় ও ভয়ংকর দাঁত; ২. দাড়া। [সং. √ দন্শ্ + ত্র + আ]। দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্র

দংষ্ট্র [ daṃṣṭra ] বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]।

দণ্ডিত

দণ্ডিত [ daṇḍita ] বিণ. শাস্তিপ্রাপ্ত, শাস্তি দেওয়া হয়েছে এমন (কারাদণ্ডে দণ্ডিত)। [সং. √ দণ্ড্ + ত]।

দণ্ডি

দণ্ডি [ daṇḍi ] বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে। [সং. দণ্ড১ + বাং. ই]।

দণ্ডার্হ

দণ্ডার্হ [ daṇḍārha ] বিণ. শাস্তিলাভের যোগ্য, দণ্ডনীয়। [সং. দণ্ড + √ অর্হ্ + অ]।

দণ্ডায়মান

দণ্ডায়মান [ daṇḍāẏa-māna ] বিণ. দাঁড়িয়ে আছে এমন; খাড়া। [সং. √ দণ্ড্ + ক্যঙ্ + শানচ্]।

দণ্ডা

দণ্ডা [ daṇḍā ] ক্রি. শাস্তি দেওয়া (‘বিধাতা আমাকে দণ্ডে’)। [সং. √দণ্ড্ + বাং. আ]।

দণ্ডক

দণ্ডক [ daṇḍaka ] বি. ১. পুরাণোক্ত রাজাবিশেষ; ২. পৌরাণিক অরণ্যবিশেষ। [সং. দণ্ড + ক]।