দঁক

দক, দঁক [ daka, dan̐ka ] বি. গভীর কাদা, পাঁক; কর্দমময় স্হান (দকে পড়ে মরা, দক ভেঙে চলা)। [সং. উদক]।

দংষ্ট্রী

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রাল

দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দংষ্ট্রা

দংষ্ট্রা [ daṃṣṭrā ] বি. ১. বড় ও ভয়ংকর দাঁত; ২. দাড়া। [সং. √ দন্শ্ + ত্র + আ]। দংষ্ট্রাল, দংষ্ট্রী (-ষ্ট্রিন্) বিণ. বড় দাঁতবিশিষ্ট, দাঁতালো।

দখিন

দখিন [ dakhina ] বি. দিক অর্থে দক্ষিণ -এর কোমল রূপ (‘দখিনে যাও চলে’: রবীন্দ্র)।

দক্ষিণী

দক্ষিণী [ dakṣiṇī ] বিণ. দক্ষিণদিক সংক্রান্ত বা দক্ষিণ দিকের (দক্ষিণী হাওয়া)। [সং. দক্ষিণ + ঈ]।

দক্ষিণাস্য

দক্ষিণাস্য [ dakṣiṇāsya ] বিণ. যার আস্য বা মুখ দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে মুখ করে রয়েছে এমন। [সং. দক্ষিণ + আস্য]।

দক্ষিণাবহ

দক্ষিণাবহ [ dakṣiṇābaha ] বি. দক্ষিণ দিক থেকে প্রবাহিত বায়ু, মলয়বায়ু। [সং. দক্ষিণ + আ + √ বহ্ + অ]।

দণ্ডিত

দণ্ডিত [ daṇḍita ] বিণ. শাস্তিপ্রাপ্ত, শাস্তি দেওয়া হয়েছে এমন (কারাদণ্ডে দণ্ডিত)। [সং. √ দণ্ড্ + ত]।

দণ্ডি

দণ্ডি [ daṇḍi ] বি. (দণ্ড অর্থাত্ চার হাত পরিমাণ তিন ফের করে গ্রন্হি দেওয়া) যজ্ঞসূত্র বা পইতে। [সং. দণ্ড১ + বাং. ই]।