দ্রাবিড়

দ্রাবিড় [ drābiḍ় ] বি. 1 প্রাচীন ভারতের দক্ষিণাঞ্চলের আদিম জাতিবিশেষ; 2 দক্ষিণ ভারতের অংশবিশেষ-বর্তমান তালিমনাড়ু রাজ্য (‘দ্রাবিড় উত্কল বঙ্গ’: রবীন্দ্র); 3 ওই স্হানের অধিবাসী বা তাদের ভাষা।

☐ বিণ. দ্রাবিড় দেশ বা দ্রাবিড় ভাষা সম্বন্ধীয়।

[সং. দ্রবিড় + অ]।

দ্রাবিড়ী বি. 1 দ্রাবিড় জাতির ভাষা; 2 দ্রাবিড়জাতীয়া রমণী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।