ঢেঁড়স

ঢেঁড়স [ ḍhēnḍsa ] বি. ১. সবজি ফলবিশেষ ২. (আল. ব্যঙ্গে) অপদার্থ বা অকর্মণ্য ব্যক্তি (তুমি একটা আস্ত ঢেঁড়স) [দেশি]।

ঢুক ঢুক

ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ। [ধ্বন্যা.]।

ঢুক

ঢুক [ ḍhuka ] বি. ঢক-এর চেয়ে মৃদুতর শব্দ। ঢুক ঢুক বি. ক্রমাগত ঢুক শব্দ। [ধ্বন্যা.]।

ঢিসঢিস

ঢিসঢিস [ ḍhisa-ḍhisa ] বি. অত্যধিক ভোজনের জন্য বা অন্য কারণে শারীরিক অস্বস্তির ভাব (বেশি খেয়ে এখন শরীরটা ঢিসঢিস করছে)। [দেশি]।

ঢিলেঢালা

ঢিলেঢালা [ ḍhilē-ḍhālā ] বিণ. ১. শিথিল (ঢিলেঢালা পোশাক); ২. (আল.) দীর্ঘসূত্র; অলস; যার কাজে আঁটসাঁট নেই এমন (খুবই ঢিলেঢালা গোছের মানুষ)। [বাং. ঢিলে + ঢালা]।

ঢিবি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)। [দেশি]।

ঢেমনা

ঢেমনা, ঢ্যামনা [ ḍhēmanā, ḍhyāmanā ] বি. ১. লম্পট; ২. নির্বিষ সাপবিশেষ। [দেশি]। স্ত্রী. ঢেমনি।

ঢোক গেলা

ঢোক গেলা ক্রি. বি. গলাধঃকরণের ভঙ্গি করা; উক্ত ভঙ্গি সহকারে ইতস্ততভাবে প্রকাশ করা।

ঢোকরা

ঢোকরা [ ḍhōkarā ] বি. কারুকার্যময় কাঁসার শিল্পবিশেষ। [দেশি]।

ঢেলা

ঢেলা [ ḍhēlā ] বি. ডেলা, ঢিলা বা ঢিলের চেয়ে বড় টুকরো (ঢেলা ছোড়া)। [দেশি়]।