ঢক্কা

ঢক্কা [ ḍhakkā ] বি. ঢাক (ঢক্কানিনাদ)। [সং. ঢক্ + √ কৈ + ক + আ (স্ত্রী.)]।

ঢকাস

ঢকাত্, ঢকাস [ ḍhakāt, ḍhakāsa ] বি. জল বা অন্য তরল গেলার শব্দ (ঢকাস করে খেয়ে ফেলো)। [ধ্বন্যা.]।

ঢকাত্

ঢকাত্, ঢকাস [ ḍhakāt, ḍhakāsa ] বি. জল বা অন্য তরল গেলার শব্দ (ঢকাস করে খেয়ে ফেলো)। [ধ্বন্যা.]।

ঢাঁই

ঢাঁই [ ḍhāmi ] বি. বোয়ালজাতীয় মাছবিশেষ। ☐ বিণ. স্তূপীকৃত, গাদা করে রাখা হয়েছে এমন (জামাকাপড়গুলো ঢাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।

ঢাউস

ঢাউস [ ḍhāusa ] বিণ. অতি বৃহদাকার, প্রকাণ্ড; বেঢপরকমের বড় (ঢাউস ঘুড়ি, ঢাউস বোঁচকা)। [হি. ঢব্বুস]।

ঢলতা

ঢলতা [ ḍhalatā ] বি. ১. পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে ২. গ্রাম ঢলতা চলে যাচ্ছে); ২. টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]।

ঢন ঢন

ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)।

ঢন

ঢন [ ḍhana ] বি. ঘণ্টার বা ধাতুপাত্রে আঘাতের আওয়াজ। [ধ্বন্যা.]। ঢন ঢন বি. ১. ক্রমাগত ঢং বা ঢন শব্দ; ২. নিঃস্বতা বা শূন্যতাসূচক ধ্বনি, ঢুঢু (পকেট ঢন ঢন করছে)।

ঢিপি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)। [দেশি]।

ঢিপ ঢিপ

ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।