ঢিলে

ঢিলা, (কথ্য) ঢিলে [ ḍhilā, (kathya) ḍhilē ] বিণ.
১. শিথিল (ঢিলা জামা পরেছে);
২. বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি);
৩. অলস (ঢিলা লোক)।

☐ বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)।

[প্রাকৃ. সিঢিল < সং. শিথিল]।

ঢিলামি বি. শৈথিল্য, আলস্য।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।