ঢিলে

ঢিলা, (কথ্য) ঢিলে [ ḍhilā, (kathya) ḍhilē ] বিণ. ১. শিথিল (ঢিলা জামা পরেছে); ২. বন্ধনহীন (ঢিলাহাতা পাঞ্জাবি); ৩. অলস (ঢিলা লোক)। ☐ বি. শৈথিল্য; আলস্য; অযত্ন (কাজে ঢিলা দেওয়া)। [প্রাকৃ. সিঢিল < সং. শিথিল]। ঢিলামি বি. শৈথিল্য, আলস্য।

ঢাক বাজানো

ঢাক বাজানো ক্রি. বি. (আল.) চার দিকে রাষ্ট্র করা, সবাইকে জানিয়ে দেওয়া।

ঢিমা তাল

ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা।