ঢাকি

ঢাকি [ ḍhāki ] বি. ঢাক-বাজনাদার, যে ঢাক বাজায়। [বাং. ঢাক + ই]।

ঢাকাঢাকি

ঢাকাঢাকি [ ḍhākā-ḍhāki ] বি. ঢাকঢাক-গুড়গুড় -এর অনুরূপ; গোপনতা। [বাং. ঢাকা + ঢাকি]।

ঢাকাই পরোটা

ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকাই

ঢাকাই [ ḍhākāi ] বিণ. বাংলাদেশ রাষ্ট্রের ঢাকা জেলায় প্রস্তুত (ঢাকাই মসলিন)। [বাং. ঢাকা + ই]। ঢাকাই পরোটা বি. ঢাকা অঞ্চলের সুপরিচিত পদ্ধতিতে প্রস্তুত পরোটাবিশেষ।

ঢাকা

ঢাকা [ ḍhākā ] বি. ১. ঢাকনা; ২. আবরণ (‘খুলে দিলে স্তব্ধতার ঢাকা’: রবীন্দ্র)। ☐ বিণ. ঢাকা দেওয়া রয়েছে এমন (মেঘে ঢাকা তারা, ঢাকা খাবার)। ☐ ক্রি. ১. আবৃত করা, আচ্ছাদিত করা; ২. ছেয়ে ফেলা (আকাশ মেঘে ঢেকেছে); ৩. চাপা দেওয়া, গোপন করা, লুকানো (কথা ঢাকা)। [প্রাকৃ. √ ঢক্ক-তু. হি. √ ঢাক]।

ঢিপি

ঢিপি, ঢিবি [ ḍhipi, ḍhibi ] বি. স্তূপ; উঁচু ভূমি (উইয়ের ঢিপি)। [দেশি]।

ঢিপ ঢিপ

ঢিপ ঢিপ বি. ক্রমাগত ঢিপ শব্দ; হৃত্পিণ্ড বেগে স্পন্দিত হওয়ার শব্দ (বুক ঢিপ ঢিপ করছে)।

ঢের ঢের

ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।

ঢের

ঢের [ ḍhēra ] বিণ. ক্রি-বিণ, প্রচুর, যথেষ্ট, দেদার (‘বয়স হয়েছে ঢের, পেনসনই তো পঁচিশ বছর’)। ঢের ঢের বি. বিণ. প্রচুর, দেদার (অমন খেলা ঢের ঢের দেখেছি)।

ঢেকুর

ঢেকুর [ ḍhēkura ] বি. উদগার, হিক্কা। [হি. ডকার]।