ঝম্পন

ঝম্পন বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া।

ঝরনা

ঝরনা [ jharanā ] বি. ১. নির্ঝর, ফোয়ারা; ২. প্রবাহ (আলোর ঝরনা) [বাং. √ ঝর + না]। ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়।

ঝরতি

ঝরতি [ jharati ] বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]।

ঝম্পক

ঝম্পক [ jhampaka ] বি. সংগীতের পাঁচ মাত্রার তালবিশেষ। [তু. হি. ঝম্পা, ঝাঁপান (=দোলা)]।

ঝংকার

ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি. ১. মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); ২. গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.); ৩. তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা (‘ঝঙ্কারিবে অলি’)। ঝংকৃতি বি. ঝংকার।

ঝরনা কলম

ঝরনা কলম বি. ফাউণ্টেন পেন, যে কলমে একবার কালি ভরে অনেকক্ষণ লেখা যায়।

ঝকমকানো

ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা।

ঝকঝকানো

ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা।

ঝকঝক

ঝকঝক, ঝকমক [ jhaka-jhaka, jhaka-maka ] বি. ১. তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); ২. অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝকঝকানো, ঝকমকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝকঝকানি, ঝকমকানি বি. ঝকঝক করার ভাব। ঝকঝকে, ঝকমকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।

ঝকমক

ঝকঝক, ঝকমক [ jhaka-jhaka, jhaka-maka ] বি. ১. তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); ২. অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]।