ঝংকার

ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি.
১. মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার);
২. গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি (‘ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.);
৩. তর্জন (ঝংকার দিয়ে ওঠা)।

[সং. ঝন্ + √ কৃ + অ]।

ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা (‘ঝঙ্কারিবে অলি’)।

ঝংকৃতি বি. ঝংকার।

Previous Post

Next Post

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।