ঝঙ্কার

ঝংকার, ঝঙ্কার [ jhaṅkāra, jhaṅkāra ] বি. ১. মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); ২. গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি (’ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ’: বি. গু.); ৩. তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]।

ঝকঝকে

ঝকঝকে, ঝকমকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।

ঝঞ্ঝা

ঝঞ্ঝা [ jhañjhā ] বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ঝঞ্ঝাক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ঝঞ্ঝাবর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস।

ঝঙ্কৃত

ঝঙ্কৃত [jhaṅkṛta ] ঝংকৃত -র বানানভেদ।

ঝকমকে

ঝকঝকে, ঝকমকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)।

ঝঞ্ঝানিল

ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবাত বি. প্রবল ঝোড়ো বাতাস।