ঝটকানি

ঝটকা, ঝটকানি [ jhaṭakā, jhaṭakāni ] বি. আকস্মিক তীব্র টান, হেঁচকা টান। [হি. ঝটক্]।

ঝটকা

ঝটকা, ঝটকানি [ jhaṭakā, jhaṭakāni ] বি. আকস্মিক তীব্র টান, হেঁচকা টান। [হি. ঝটক্]।

ঝট

ঝট [ jhaṭa ] বি. ক্রি-বিণ. অতি দ্রুত, শীঘ্র (ঝট করে নিয়ে এসো)। [সং. ঝটিতি]।

ঝটাপটি

ঝটাপটি [ jhaṭā-paṭi ] বি. পরস্পর জড়াজড়ি, হাতাহতি। [ধ্বন্যা.]।

ঝপাং

ঝপাং, ঝপাত্ [ jhapā, ñjhapāt ] বি. জলের মধ্যে ঝাঁপ দেবার বা ভারী কিছু পড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।

ঝনাত্

ঝনাত্ [ jhanāt ] বি. ঝন-এর চেয়ে তীব্রতর শব্দ। [ধ্বন্যা.]।

ঝনত্কার

ঝনত্কার [ jhanat-kāra ] বি. (অলংকার ইত্যাদি ধাতুনির্মিত দ্রব্যের সংযোগজনিত) ঝনঝন শব্দ। [বাং. ঝনত্ (ধ্বন্যা.) + কার]।

ঝটিতি

ঝটিতি [ jhaṭiti ] ক্রি-বিণ. তাড়াতাড়ি, খুব শীঘ্র, ঝট করে। [সং. √ ঝট্ + ইতি]।

ঝম্প

ঝম্প [ jhampa ] বি. ঝাঁপ, লাফ। [সং. √ ঝম্ + প]। ঝম্পন বি. লাফ, লাফ দেওয়া, ঝাঁপ দেওয়া।

ঝপাত্

ঝপাং, ঝপাত্ [ jhapā, ñjhapāt ] বি. জলের মধ্যে ঝাঁপ দেবার বা ভারী কিছু পড়ার আওয়াজ। [ধ্বন্যা.]।