ককুদ

ককুদ, ককুত্ [ kakuda, kakut ] (-কুদ্) বি. ষাঁড়ের কাঁধের ঝুঁটি, ষাঁড়ের কাঁধের উঁচু মাংসপিণ্ড, অংসকূট, hump. [সং. ক + √ কু + ক্বিপ্]।  

ককুভ

ককুভ [ kakubha ] বি. ১. মার্গসংগীতের রাগিণীবিশেষ; ২. অর্জুন গাছ; ৩. দিক। [সং. ক + √ স্কুভ্ + অ]।

কক্ষ

কক্ষ [ kakṣa ] বি. ১. ঘর, প্রকোষ্ঠ, কামরা; ২. বাহুমূল, বগল (কক্ষপুট); ৩. গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র); ৪. (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil. [সং. কষ্ + স]। কক্ষচ্যুত, কক্ষভ্রষ্ট–বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত। কক্ষতল–বি. ১. গৃহতল, ঘরের মেঝে; ২. বগল। কক্ষপুট–বি. বগল।

কক্ষচ্যুত

কক্ষচ্যুত, কক্ষভ্রষ্ট–বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত।

কক্ষতল

কক্ষতল–বি. ১. গৃহতল, ঘরের মেঝে; ২. বগল।

কক্খনও

কক্খনও [ kakkhanō ] কক্ষনও-এর অনুরূপ।

কক্ষনো

কক্ষনো [ kakṣanō ] কক্ষনও-এর অনুরূপ।

কক্ষনও

কক্ষনও, কক্ষনো, কক্খনও, কক্খনো [ kakṣanō, kakṣanō, kakkhanō, kakkhanō ] অব্য. ক্রি-বিণ. ১. কখনও, কখনো, কোনো সময়েই; ২. কোনো কারণেই, কোনো অবস্হাতেই। [বাং. ‘কখনও’ বা ‘কখনো’ শব্দের পরিবর্তিত এবং জোরসূচক রূপ]।