কক্ষ

কক্ষ [ kakṣa ] বি.
১. ঘর, প্রকোষ্ঠ, কামরা;
২. বাহুমূল, বগল (কক্ষপুট);
৩. গ্রহগুলির পরিভ্রমণপথ, orbit (কক্ষচ্যুত নক্ষত্র);
৪. (উদ্ভি.) কাণ্ড ও পাতার মধ্যেকার কোণ, axil.

[সং. কষ্ + স]।

কক্ষচ্যুত, কক্ষভ্রষ্ট–বিণ. কক্ষ বা নির্দিষ্ট পথ থেকে পতিত বা বিচ্যুত।

কক্ষতল–বি.
১. গৃহতল, ঘরের মেঝে;
২. বগল।

কক্ষপুট–বি. বগল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।