ক১ – বাংলা ভাষার প্রথম ব্যঞ্জন বর্ণ। n. the first consonant of the Bengali alphabet. ক-অক্ষর গোমাংস – অক্ষরপরিচয়ও নাই এমন অবস্থা, আকাট মুর্খ। an illiterate person, a complete ignoramus, (literally) a person to whom the letter ‘ক’ or the alphabet is an impure and abominable as beef to a Hindu. ক২ – ক্রি. (তুচ্ছার্থে) কহ, বল। [বাং. √কহ্] ক৩– বিণ. কয়, কত। [বাং. কয়] উদা. ক-রকম। –ক৪, –কো – নিষেধাত্মক শব্দকে শ্রুতিমধুর , মিনতিপূর্ণ বা জোরাল করার জন্য বা স্বার্থে (কাব্যে বা কথ্য ভাষায়) ব্যবহৃত প্রত্যয়বিশেষ। উদা. নাইকো, যেও নাকো। sfx. added to না, নাই, নি etc. to make them sound sweet.

কই

কই১ [ ki ] অব্য. ২. কোথায় (জিনিসটা কই?); ২. নৈরাশ্য, প্রত্যাশিত্যের অভাব, অস্বীকার, বিস্ময় ইত্যাদি বোঝাতে (কই আর গেলাম; কই, পাইনি তো; কই, দেখি)। [সং. ক্ব]। কই২ [ ki ] বি. পিঠে শক্ত কাঁটাযুক্ত এবং হাঁটতে পারে এমন কালো রঙের ছোট মাছবিশেষ, anabas. [সং. কবয়ী]। কই৩ [ ki ] ক্রি. কহি -র কথ্যরূপ (‘কইতে কথা বাধে’: রবীন্দ্র)। কইয়ে–বিণ. খুব কথা বলতে পারে এমন, বাকপটু (বেশ কইয়ে লোক)। কইয়ে-বলিয়ে–বিণ বাকপটু ও চৌকস। [কহা দ্রঃ]।

কইয়ে

কইয়ে–বিণ. খুব কথা বলতে পারে এমন, বাকপটু (বেশ কইয়ে লোক)। কইয়ে-বলিয়ে–বিণ বাকপটু ও চৌকস। [কহা দ্রঃ]।

কইসর

কইসর [ ki-sara ] বি. সম্রাট, বাদশাহ্। [আ. কয়্সর্ তু. লা. caesar কাঈজার]।

কইসন

কইসন [ kisana ] বিণ. (অপ্র.) কেমন। [হি. কৈসন]।

কইলা

কইলা [ kailā, ] (কথ্য) কইলে–বি. নবজাত বকনা বা স্ত্রীবাছুর। [সং. কপিলা]। কইসন [ kisana ] বিণ. (অপ্র.) কেমন। [হি. কৈসন]। কইসর [ ki-sara ] বি. সম্রাট, বাদশাহ্। [আ. কয়্সর্ তু. লা. caesar কাঈজার]। কওন, কওয়া [ kōna, kōẏā ] যথাক্রমে কহন ও কহা-র রূপভেদ। কওয়া [ kōẏā ] কহা-র রূপভেদ।

কওয়া

কওয়া [ kōẏā ] কহা-র রূপভেদ; কওন।

কওন

কওন, কওয়া [ kōna, kōẏā ] যথাক্রমে কহন ও কহা-র রূপভেদ।

কংস

কংস১, কংশ১ [ kaṃsa, kaṃśa ] বি. শ্রীকৃষ্ণের মাতুল দুরাত্মা মথুরাধিপতির নাম। [সং. কংস্ + অ]। কংসহা (-হন্)–বি. কংসের নিধনকারী শ্রীকৃষ্ণ। কংস২, কংশ২ [ kaṃsa, kaṃśa ] বি. ১. কাঁসার পাত্র। [সং. কম্ + স, শ]। কংসকার–বি. কাঁসার জিনিসপত্রের নির্মাতা। কংসবণিক (-জ্)–বি. কাঁসারি, কাঁসার জিনিসপত্রের ব্যবসায়ী।

কংগ্রেসি

কংগ্রেসি–বিণ. ১. ভারতের জাতীয় কংগ্রেস দলের অন্তর্ভুক্ত বা অনুগামী; ২. কংগ্রেসসম্বন্ধীয়।