ঔপসর্গিক

ঔপসর্গিক [ aupa-sargika ] বিণ. ১. উপসর্গসম্বন্ধীয়; ২. (রোগের) উপসর্গ বা উত্পাতসৃষ্টিকারী। [সং. উপসর্গ + ইক]।

ঔপল

ঔপল [ aupala ] বিণ. ১. পাথরসংক্রান্ত; ২. পাথর দিয়ে তৈরি; ৩. উপলময় (ঔপল সমুদ্রবেলা)। [সং. উপল + অ]।

ঔরসে

ঔরসে (বাং.) বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।

ঔরস

ঔরস, ঔরস্য [ aurasa, aurasya ] বি. বিণ. ১. নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান; ২. বক্ষোজাত। [সং. উরস্ + অ, য]। ঔরসে (বাং.) বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।

ঔপাধিক

ঔপাধিক [ aupādhika ] বিণ. ১. উপাধিবিষয়ক; ২. উপাধিজাত; ৩. নামমাত্র; ৪. অনিত্য, অস্হায়ী। [সং. উপাধি + ইক]।

ঔর্ধ্বদেহিক

ঔর্ধ্বদেহিক, ঔর্ধ্বদৈহিক [ aurdhba-dēhika, aurdhba-daihika ] বিণ. অন্ত্যেষ্টিসম্বন্ধীয়। বি. মৃত্যুর পরে করণীয় অগ্নিসংস্কার শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি; অন্ত্যেষ্টি। [সং. ঊর্ধ্বদেহ + ইক]।

ঔর্বাগ্নি

ঔর্বাগ্নি [ aurbāgni ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক অগ্নি। [সং. ঔর্ব + অগ্নি]।

ঔর্ব

ঔর্ব১ [ aurba ] বি. বাড়বাগ্নি, সামুদ্রিক বহ্নি। [সং. উর্ব + অ]। ঔর্ব২ [ aurba ] বিণ. পার্থিব, উর্বীসম্বন্ধীয়। [সং. উর্বী + অ]।