ঔদ্ভিজ্জ

ঔদ্ভিজ্জ, ঔদ্ভিদ [ audbhijja, audbhida ] বিণ. ১. উদ্ভিদ থেকে জাত; ২. উদ্ভিদসংক্রান্ত। বি. সৈন্ধব লবণ। [সং. উদ্ভিজ্জ + অ, উদ্ভিদ্ + অ]।

ঔপচারিক

ঔপচারিক [ aupa-cārika ] বিণ. উপচারসংক্রান্ত। বি. উপচার। [সং. উপচার + ইক]।

ঔপনায়নিক

ঔপনায়নিক [ aupa-nāỷanika ] বিণ. ১. উপনয়নবিষয়ক (ঔপনায়নিক যাগযজ্ঞ); ২. উপনয়নকর্তা। [সং. উপনয়ন + ইক]।

ঔপদেশিক

ঔপদেশিক [ aupa-dēśika ] বিণ. ১. উপদেশের দ্বারা লব্ধ বা অর্জিত (ঔপদেশিক জ্ঞান); ২. উপদেশসংক্রান্ত। [সং. উপদেশ + ইক]।

ঔপনিষদ

ঔপনিষদ [ aupa-nişada ] বিণ. ১. উপনিষদবিষয়ক; ২. উপনিষদ থেকে জ্ঞাত এমন (ঔপনিষদ দর্শন)। [সং. উপনিষদ্ + অ]।

ঔপন্যাসিক

ঔপন্যাসিক [ aupa-nyāsika ] বি. উপন্যাসরচয়িতা। বিণ. উপন্যাস সংক্রান্ত (ঔপন্যাসিক কাহিনী আর বাস্তব ঘটনায় মিল নেই)। [সং. উপন্যাস + ইক]।

ঔপনিবেশিক

ঔপনিবেশিক [ aupa-nibēśika ] বিণ. ১. উপনিবেশসংক্রান্ত; ২. উপনিবেশ স্হাপনকারী (আমেরিকার ইংরেজ ঔপনিবেশিক); ৩. উপনিবেশে বাসকারী (আমেরিকায় ঔপনিবেশিকদের অভাব-অভিযোগ)। বি. উপনিবেশে বাসকারী ব্যক্তি। [সং. উপনিবেশ + ইক]।

ঔপপত্তিক

ঔপপত্তিক [ aupa-pattika ] বিণ. ১. উপপত্তিসম্বন্ধীয়; যুক্তি-তর্কের দ্বারা প্রমাণ করা যায় এমন; ২. যা থেকে সিদ্ধান্ত প্রতিপন্ন হয় এমন অর্থাত্ সিদ্ধান্তপ্রতিপাদক। [সং. উপপত্তি + ইক]।

ঔপম্য

ঔপম্য [ aupamya ] বি. ১. সাদৃশ্য, মিল; ২. তুল্যতা। [সং. উপমা + য]।

ঔপমিক

ঔপমিক [ aupamika ] বিণ. ১. উপমাবিষয়ক; ২. উপমা দিয়ে বর্ণনা করা হয়েছে এমন। [সং. উপমা + ইক]।