ঔক্ষ

ঔক্ষ [ aukşa ] বি. ষাঁড়ের দল, ষাঁড়ের পাল। বিণ. ষাঁড়সম্বন্ধীয়। [সং. উক্ষন্ + অ]।

ঔ-কার

ঔ-কার–বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ‘ঔ’ অক্ষর বা ধ্বনির যোগ। 

ঔড়ব

ঔড়ব–ওড়ব-এর অনুরূপ।

ঔ [ au ] বাংলা বর্ণমালার পুরনোমতে এয়োদশ এবং আধুনিকমতে একাদশ বর্ণ; দ্বিস্বরধ্বনি ওউ-এর লিখিত রূপ। n. the eleventh vowel of the Bengali alphabet.