ঔত্পাতিক

ঔত্পাতিক [ aut-pātika ] বিণ. ১. উত্পাতসম্বন্ধীয়; ২. উপদ্রবসূচক; ৩. প্রাকৃতিক অমঙ্গলবিশিষ্ট। [সং. উত্পাত + ইক]।

ঔদরিক

ঔদরিক [ audarika ] বিণ. ১. পেটুক, পেটসর্বস্ব; ২. উদরসম্বন্ধীয়। [সং. উদর + ইক]।

ঔত্সুক্য

ঔত্সুক্য [ autsukya ] বি. উত্সুকভাব, আগ্রহ; উত্কণ্ঠা, উদ্বেগ। [সং. উত্সুক + য]।

ঔত্সর্গিক

ঔত্সর্গিক [ aut-sargika ] বিণ. ১. উত্সর্গসম্বন্ধীয়; ২. সাধারণ বিধিসম্বন্ধীয় (ঔত্সর্গিক বিধি, general rule); ৩. স্বাভাবিক। [সং. উত্সর্গ + ইক]।

ঔদার্য

ঔদার্য [ audārya ] বি. উদারতা; বদান্যতা; মুক্ত মনের ভাব। [সং. উদার + য]।

ঔদাসীন্য

ঔদাসীন্য [ audāsīnya ] বি. ১. উদাসীনতা, নির্লিপ্ততা; ২. অনাসক্তি, বৈরাগ্য। [সং. উদাসীন + য]।

ঔদ্ধত্য

ঔদ্ধত্য [ auddhatya ] বি. ১. উদ্ধত আচরণ, অবিনয়; ২. ধৃষ্টতা, দম্ভ; ৩. অশিষ্টতা। [সং. উদ্ধত + য]।

ঔদাস্য

ঔদাস্য [ audāsya ] বি. ১. উদাসভাব; ২. উদাসীনতা, নির্লিপ্ততা; ৩. বৈরাগ্য, অনাসক্তি (চিত্তের ঔদাস্য)। [সং. উদাস + য]।

ঔদ্বাহিক

ঔদ্বাহিক [ audbāhika ] বিণ. ১. উদ্বাহ অর্থাত্ বিবাহের দরুন পাওয়া গেছে এমন (ঔদ্বাহিক উপহার); ২. বিবাহসম্বন্ধীয়। [সং. উদ্বাহ + ইক]।