ওজন

ওজন [ ōjana ] বি. ১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); ২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

ওজঃ

ওজঃ [ ōjḥ ] (-জস্) বি. ১. তেজ, বল; ২. সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; ৩. দীপ্তি। [সং. ওজস্]।

ওজনদর

ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)।

ওজনদার

ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

ওজস্বী

ওজস্বী [ ōjasbī ] (-স্বিন্) বিণ. ১. তেজস্বী, দৃপ্ত; ২. বলবান; ৩. ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); ৪. দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা।

ওজস্বল

ওজস্বল [ ōjasbala ] বিণ. ১. তেজস্বী, দৃপ্ত; ২. বলশালী, বলিষ্ঠ। [সং. ওজস্ + বল]।

ওজর

ওজর [ ōjara ] বি. ১. আপত্তি; ২. অজুহাত, ছল। [আ. উজর্]।