ওজন

ওজন [ ōjana ] বি.
১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন);
২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)।

[আ. ওজ্ন্]।

ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)।

ওজনদার–বিণ.
১. ভারী;
২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।