ওসার

ওসার [ ōsāra ] বি. বিস্তার, প্রস্হ। [সং. প্রসার]।

ওস্তাদ

ওস্তাদ [ ōstāda ] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। বিণ. ১. দক্ষ, নিপুণ; ২. (মন্দার্থে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]।

ওস্তাগর

ওস্তাগর [ ōstāgara ] বি. ১. নিপুণ কারিগর বা শিল্পী; ২. রাজমিস্ত্রী; ৩. দরজি; ৪. মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]।

ওহে

ওহে [ ōhē ] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)। [সং. অহে]।

ওস্তাদি

ওস্তাদি [ ōstādi ] বি. ১. গুরুগিরি, শিক্ষকতা; ২. দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); ৩. চালবাজি, অতিরিক্ত চালাকি। বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)।

ওহো

ওহো [ ōhō ] অব্য. স্মরণ বিস্ময় আক্ষেপ প্রভৃতিসূচক ধ্বনি। [সং. অহো]।

ওলকপি

ওলকপি–বি. শালগম জাতীয় আনাজবিশেষ।

ওস্তাদি গান

ওস্তাদি গান বি. ধ্রুপদ খেয়াল প্রভৃতি উচ্চাঙ্গের গান।

ওঠ ছুঁড়ি তোর বিয়ে

ওঠ ছুঁড়ি তোর বিয়ে — যথোচিত প্রস্তুতির আগেই হঠাত্ কোনো গুরুতর বা চেষ্টাসাধ্য কাজ করার আহ্বান।