ও কী

ও কী [ ō kī ] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?)

ওকি

ওকি [ ōki ] অব্য. প্রশ্ন বিস্ময় ভয় ইত্যাদি সূচক ধ্বনি। [বাং. ও২. + কি (কী)]।

ওখানকার

ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।

ওখান

ওখান [ ōkhāna ] বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ওখানকার–বিণ. সেই জায়গায়, সেখানকার।

ওগয়রহ

ওগয়রহ [ ōgaỷaraha ] অব্য. ইত্যাদি; অপরাপর, অন্য সব। [আ. ওগয়রহ্]।

ওগরা

ওগরা১ [ ōgarā ] বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ। [দেশি]। ওগরা২, ওগলা–উগরা-র চলির রূপ।

ওগো

ওগো [ ōgō ] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি (‘ওগো আমার চির অচেনা পরদেশী’: রবীন্দ্র; ওগো কে আছ)। [দেশি]।

ওগলা

ওগলা–ওগরা২, উগরা-র চলির রূপ।

ওছি

ওছি [ ōchi ] অছি -র রূপভেদ।